Thursday, January 5, 2023

PF একাউন্ট এর পাসওয়ার্ড সেট করুন ।

PF! মানে প্রফিডেন্ট ফান্ড। 
আপনার যদি PF একাউন্ট থেকে থাকে, তাহলে আপনি তা নিজেই নিয়ন্ত্রিত করতে পারবেন। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তার জন্য আপনার PF এ্যাকাউন্ট এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (Universal Account Number), যাকে সংক্ষেপে বলা হয় UAN নাম্বর। তা দিয়ে PF এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। কিন্তু আপনি তার পাসওয়ার্ড জানেন না। PF একাউন্ট এর সাথে লিংক করা আঁধার নম্বর এবং আঁধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বার থাকলেই, নতুন করে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর সেই নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার PF এ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

১) মোবাইলের সার্চবারে টাইপ করুন Uan Forget Password । তার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন। 
২) Forgot Password এ ক্লিক করুন ।

৩) UAN নাম্বর ফিলপ করুন । কেপ্চা ফিলাপ করুন। তার পর সাবমিট। 

৪) নাম, জন্ম তারিখ, লিঙ্গ নির্ধারণ করে ভেরিফিকেশন করুন। 

৫) আঁধার নাম্বার ও কেপ্চা ফিলাপ করে, বক্সে টিক ✔ মার্ক করুন। 


৬) এবার আঁধার কার্ডের সাথে লিংক করা মোবাইল 📱 নাম্বার টাইপ করুন। বক্সে ✔ মার্ক করুন। ওটিপি র জন্য সেন্ড করুন। 

৭) কেপ্চা ফিলাপ করুন । ওটিপি এন্টার করুন । তার পর ভেরিফিকেশন করুন। 

৮) এবারে নতুন পাসওয়ার্ড দিন। সেটাকে পুনরায় দিন। তার পর সাবমিট করুন ।

৯) স্ট্রং পাসওয়ার্ড দিন। ঠিক এই ভাবে। 

১০) পাসওয়ার্ড বানানোর কাজ শেষ। এবার লগইন অফসানে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 

১১) এবার ওপেন করতে পারবেন আপনার PF এ্যাকাউন্ট ।

🙏ধন্যবাদ আপনাকে 🙏 










No comments:

Post a Comment