Monday, December 26, 2022

কিভাবে বাংলা স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করবেন! Lifestyle

ইউটিউব থাম্বনেইল হোক বা ফেসবুকের কভার পেজ অথবা প্রতিলিপি বা কোন সেলিব্রেশানের জন্য আপনাকে বিভিন্ন বাংলা স্টাইলে ফন্ট দিয়ে ফটো এডিটিং করতে হয়। তার জন্য চাই বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট। হরেক রকম বাংলা ফন্ট পেতে হলে, আপনার মোবাইল অন করুন। এবার গুগল এর সাজবারে গিয়ে টাইপ করুন "বাংলা ফন্ট" । এটা বাংলা বা ইংরেজিতে লিখতে পারেন। google এবার আপনাকে সাজেস্ট করবে অনেকগুলো বাংলা ফন্টের ওয়েবসাইট। লিপিঘর, ফন্ট বিডি, ফ্রি বাংলা ফন্ট, বিজয় ফন্ট, ফন্ট লিপি, বাঙালি ফন্ট, ইত্যাদি। 
আপনি যেকোন ওয়েবসাইটে প্রবেশ করে, আপনার মনোনীত বাংলা ফন্ট প্রছন্দ করুন। সেটিকে নিতে গেলে তার উপরে ক্লিক করুন। ডাউনলোড অপশন পেয়ে যাবেন। উক্ত ফন্ট ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড অবশ্য জিপ ফাইলে হবে। যেটা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না। সেটাকে ব্যবহার করার জন্য ফাইলটিকে আনজিপ করতে হবে। অর্থাৎ এক্সট্রাক্ট করতে হবে। 
এক্সট্রাক্ট করার খুব সহজ পদ্ধতি হলো, আপনি যে ফন্টটি ডাউনলোড করলেন, ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে ডাউনলোড ফাইলটি দেখার জন্য ওপেন অপশন এসে যাবে। আপনার মোবাইলে পপ আপ আকারে ভেসে উঠবে। সেখানে আপনি সরাসরি ক্লিক করলে আপনার সামনে কয়েকটি অপশন এসে যাবে। ঐ জিপ ফাইলটি আপনি কি করতে চাইছেন, আপনার সামনে অপশন এসে যাবে "কপি টু" অথবা "এক্সট্র্যাক্ট ফাইল"। আপনাকে এবার এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করতে হবে। তার পর আপনার সামনে আরও একটি পেজ শো করবে। সেখানে আপনি এক্সট্রাক্ট করা ফাইলটি কোন ফোল্ডারে রাখবেন তার অপশন। আপনার ফোন গ্যালারিতে আপনি নতুন করে ফোল্ডার বানাতে পারেন "ফন্ট" নাম দিয়ে। অথবা যেকোন ফোল্ডারে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। আপনাকে মনে রাখতে হবে আপনি কোন ফোল্ডারে এক্সট্রাক্ট করে রাখলেন। ব্যাস এখানে আপনার কাজ শেষ। 
এর পরে আসুন PixelLab ফটো এডিটার apps এ।
 সেখানে আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। সেই অপশন ওপেন করলে মাই ফন্ট নামে একটি অপশন পাবেন। 
my font অপশনে যেহেতু আপনার কোন ফন্ট ছিল না, অতএব সেখানে ফাঁকা পেজ পাবেন। একেবারে ওপরের দিকে "ফাইল চিহ্নের সাথে প্লাস চিহ্ন" আছে সেখানে ক্লিক করুন। এর পর আপনি আপনার ফোনে যে ফোল্ডারে বাংলা ফন্ট রেখেছেন সেই ফোল্ডারে ক্লিক করুন। 
আপনার আনজিপ করা ফাইল দেখতে পাবেন। তার উপর ক্লিক করুন। তিনটি অপশন পাবেন, তার মধ্যে unicode নামে অপশনে ক্লিক করুন। 
এরপর আপনার সামনে স্টাইলিস্ট ফন্ট এসে যাবে সেখানে ক্লিক করুন। 
আপনার টেক্সট এর ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে।
✍️আইয়ুব খাঁন
২৫/১২/২০২২

সম্পুর্ণ ভিডিও : 




No comments:

Post a Comment