Tuesday, October 1, 2019

MLM মাল্টি লেভেল মার্কেটিং কি ?

MLM বা  MULTI LEVEL MARKET কি ?

         এটা এক প্রকার শিল্প বা ব্যবসা। অনেকে বলে চেইন মার্কেটিং আবার অনেকে বলে পিরামিড স্কিম। মাল্টি লেভেল মার্কেট হল উন্নত চিন্তাভাবনার মাধ্যমে এক বিজ্ঞান ভিত্তিক প্রসেস -যা কিনা কোন প্রোডাক্টকে মার্কেটের বড় একটা অংশে স্থান দেওয়া। এই প্রসেসকে সম্পূর্ণ করতে আপনি একা নন ,পিরামিড আকারে একটা টিম আপনাকে সংগ দেবে।
সহজ বোঝার জন্য একটি উদাহরণ দিই  ...

      ধরুন একটি কূপে এক হাজার বালতি জল আছে ,সেই জল তুলে কুয়ো পরিষ্কার করতে হবে। এখন আপনি কাজের ফাঁকে যদি ওখান থেকে প্রতিদিন দুই বালতি জল তুলেন তাহলে আপনার সময় লাগবে ৫০০ দিন। কিন্তু এই MLM পদ্ধতি হলে ,ওই আপনার মতো সময়ের ফাঁকে - 
  •  প্রথম দিন ২ বালতি
  •  দ্বিতীয় দিন ৪ বালতি
  • তৃতীয় দিন ৮ বালতি 
  • চতুর্থ দিন ১৬ বালতি 
  • পঞ্চম দিন ৩২ বালতি 
  • ষষ্ঠ দিন ৬৪ বালতি
  • সপ্তম দিন ১২৮ বালতি 
  • অষ্টম দিন ২৫৬ বালতি 
  • নবম দিন ৫১২ বালতি 
দশম দিন ১০২৪ বালতি।     এটাই হল মাল্টি লেভেল সিস্টেম। যা এক কথায় একের বোঝা দুইয়ের লাঠি।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন : https://youtu.be/xv8Mu9fOPtE  


মাল্টি লেভেল মার্কেট এর শুরুর দিন। .....

      এর উদ্ভব ১৯২০ সাল নাগাদ ক্যালিফোর্নিয়া ভিটামিন কোম্পানি নামক এক সংস্থার কাছ থেকে। তাদের কোম্পানির প্রোডাক্ট ডিষ্টিবিউটর দের থেকেও রেফারেন্স এর মাধ্যমে মাল বিক্রি হচ্ছে। রেফারেন্স মানে কোন খরিদ্দার কোম্পানির বিজ্ঞাপন দিয়ে আর এক খরিদ্দার পাঠাচ্ছে। কোম্পানির হঠাৎ ব্যাপারটি  নজরে আসে ,তার  পর , ডিষ্টিবিউটরশীপ হটিয়ে রেফারেন্স কারিদের ধরলেন। এবং তাদের বললেন তোমরা আমার সিস্টেমের মধ্যে খরিদ্দার পাঠালে তোমাদের কোম্পানি ক্যামিশন দেবে। আর সেই সিস্টেমে কোম্পানি লাভবান হল। আর তাকেই অনুসরণ করে আরও অনেক কোম্পানি মাল্টি লেভেল বিজনেস শুরু করল।
ভারতে কবে এল  ......

     আমাদের দেশ ভারতবর্ষে ১৯৯০ সল্ নাগাদ এই বিজনেস শুরু হয়। তবে এই ব্যাবসায় সরকারি ভাবে সিলমোহর পড়ে মাত্র কয়েক বছর আগে। 

দেশের ৯৫% মানুষ চাকুরীজীবি ও স্বনির্ভর পেশার সাথে যুক্ত। যেমন ডাক্তার ,উকিল এরা কর্মস্থালে গিয়ে না কাজ করলে রোজগারের পরিমান ০০০০০০।আবার চাকুরী জীবিরা কর্মস্থলে না গেলে পান না বেতন। স্বাভাবিক ভাবে এদের কাছে অফুরন্ত পয়সা নাই , সময় নাই ,মনের মতো গাড়ি বাড়ি নাই ,স্বপ্ন বা স্বাদ পূরণে এরা অক্ষম।

অন্যদিকে দেশের ৫% মানুষ বিনিয়গ করি বা শিল্পপতি। কোন শ্রম না করে আপনার আমার সময় কিনে নিয়ে তারা যে কোন সাধ বা স্বপ্ন পূরণে তারা সক্ষম। 

তাই এক ধনী ব্যাক্তির ধনী হওয়ার রাস্তা খুবই সহজ। এক গরীব  ব্যাক্তিকে ধনী হতে গেলে এই MLM বিজনেস ই এক মাত্র পথ। 

এর জন্য যে কোন বিশেষ  সেক্সের মানুষ হতে হবে ,তার প্রয়োজন নাই। শিক্ষিত হতেই হবে তার কোন মানে নেই। বর্তমানে দেশে প্রতিবছর ৯০ লক্ষ স্টুডেন্ট গ্রেজুয়েশান কমপ্লিট করে। কিন্তু দেশে এত চাকরির ব্যাবস্থা নাই। তাদের প্রতিষ্ঠিত হওয়ার এটাই এক সুন্দর রাস্তা। 


No comments:

Post a Comment