Make passport size photo with mobile in one click. মোবাইল ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ফটো বানান এক ক্লিকে। Lifestyle
এই ওয়েবসাইটের মধ্যেই পাবেন অনেকগুলো ফিচার্স। যা এক ক্লিকে আপনার ছবির মান পরিবর্তন করে দিতে পারে।
গুগলের সার্চ বারে গিয়ে টাইপ করুন cutout.pro তার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন। সব ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন।
এ আই রিমুভাল কাট আউট টুলস
👉এখান থেকে ফটো এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
👉কেবলমাত্র ফেস কাট আউট করে আলাদা করতে পারবেন এবং ফটোর অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারবেন।
এক্সপ্লোর মোর এ আই
👉খারাপ ফটোকে ভালো বানাতে পারবেন।
👉ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কে কালার ফটো বানাতে পারবেন ।
👉ফটোতে অ্যানিমেশন দিতে পারবেন।
👉ফটোর ব্যাকগ্রাউন্ড এ কালার কম্বিনেশন করতে পারবেন।
👉যেকোনো ফটোকে কার্টুন ফটোতে বানাতে পারবেন।
👉ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ব্লার করতে পারবেন।
👉পাসপোর্ট সাইজের ফটো বানানোর জন্য পাসপোর্ট ফটো মেকার অপশন এ ক্লিক করুন। তারপর আপনি সাইজ সিলেক্ট করুন। আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। সাথে সাথে আপনার ড্রেস চেঞ্জ করতে পারবেন। তারপরে HD আকারে আপনার ফটো সেভ করতে পারবেন। চাইলে এখান থেকে সরাসরি প্রিন্ট আউট বের করাতে পারবেন।
🙏ধন্যবাদ আপনাকে 🙏
No comments:
Post a Comment