Sunday, September 15, 2019

মোবাইলে বিরক্তিকর যা কিছু Unfortunately chrome has stopped

 বিরক্তিকর মেসেজ :      
           মোবাইলে ইন্টারনেট ওপেন করলেই হুড় মুড় করে য্তরাজ্যের নোটিশ ঢুকতে থাকে । যার ফলে সহজেই কোনকিছু করবেন তার উপায় নাই। সে সময় বেশ বিরক্তিকর মনে হয়। আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখিয়েছি কিভাবে এই বিরক্তিকর ম্যাসেজ বন্ধ করবেন। খুবই সাধারণ কয়েকটি সেটিংস এর মাধ্যমে।

video link :

Unfortunately chrome has stopped

           অনেক সময় আমাদের এই ধরনের সমস্যায় পড়তে হয়। হঠাৎ করে মোবাইলে কোন গুরুত্বপূর্ণ কাজ করার সময় Unfortunately chrome has stopped  . এই ধরনের সমস্যা যে কোন অ্যাপস সেটা ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে বা আদারস কোন অ্যাপ এইভাবে আপনার মোবাইলে সমস্যা করতে পারে। হঠাৎ করে স্টপ  হয়ে যায়। অনেক সময় মোবাইল এমনি করে রিসেট মারতে থাকে। মোবাইল হ্যাং হয়ে যায়। ফলে সমস্যায় পড়তে হয় আমাদের।
           আপনি সামান্য একটি সেটিংস করে এই সমস্যা থেকে আপনার মোবাইলকে রক্ষা করতে পারবেন। আপনার মোবাইলে সেটিংস এ যেতে হবে। তারপর সেটিংস থেকে ইনস্টল অ্যাপ। ইনস্টল অ্যাপ থেকে আপনাকে চয়েজ করে নিতে হবে কোন অ্যাপসটি আপনাকে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলাচ্ছে। সিলেক্ট করে নেবার পর নিচে দেখুন CLEAR DATA এই ধরনের একটা অপশন আছে। সেটাকে ওপেন করুন CLEAR CACHE করে দিন বা রিমুভ করে দিন। তারপর দেখুন এই ধরনের সমস্যার থাকছেনা অথবা নিচে দেওয়া ভিডিও লিংকে গিয়ে আপনি এই সমস্যা কিভাবে সমাধান পেতে পারেন দেখে নিতে পারেন।

                                                                                                                                                                                                                                                                                              ধন্যবাদ। .........

No comments:

Post a Comment