Monday, September 9, 2019

FaceApp full Tutorial / lifestyle

       আজকের মূলত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে FACEAPP  নিয়ে।  সোশ্যাল মিডিয়া থেকে ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ পেপার পত্রিকা সমস্ত জায়গায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অ্যাপ।

      মূলত বিশ্বকাপ ২০১৯ এ নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ার পর dhoni ,birat koholi ,সহ বেশকিছু ভারতীয় প্লেয়ার কে ব্যাঙ্গ করে বুড়ো হয়েগেছে বাদ যাও এই ধরনের প্রচার করতে গিয়ে FACEAPP নামক ২০১৭ সালের একটি APP ভাইরাল হয়ে যায়। এর কারন এই APP দিয়ে আপনার চেহারাকে বুড়ো ,যুব,পুরুষ ,মহিলা,টাক ওয়ালা,গোঁফ ওয়ালা ,চশমা প্রিয় দেওয়া ইত্যাদি করা যায়। তো এই APPS টি কি ভাবে কাজ করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন।

VIDEO LINK :

      অনেকে এটাকে খতরনাক অ্যাপ বলে তারা জাহির করেছেন। বিভিন্ন রকম ভাবে তারা ব্যাখ্যাও দিয়েছেন। এই অ্যাপসটির ট্রামস অফ কন্ডিশনে ফটো এডিট করার জন্য ইউজার দের কাছ থেকে যা যা পারমিশন চেয়েছে সেগুলো থেকে সতর্ক হওয়ার বার্তা দিতে চেয়েছে এই সমস্ত নিউজ চ্যানেল গুলি।সত্যিই কি এই অ্যাপসটি খতরনাক ভয়াবহ ?আসলে আমরা এই অ্যাপস টি কে ইউজ করতে গেলে এই অ্যাপসটির  ট্রামস এন্ড  কন্দিশন বা প্রাইভেসি পলিসি তে যা লেখা আছে সেখানে এই অ্যাপসটি চেয়েছে ইউজারদের ডাটা এই অ্যাপস টি কে দিতে হবে।  এবং সেই অনুযায়ী আপনার ফটো কে এডিট করবে  এবং আপনি চাইলে আপনার ডাটা এরা ফেরত দিয়ে দেবে ফিডব্যাক এগিয়ে আপনাকে মেসেজ করতে হবে।  কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো এই অ্যাপসটি এত ভয়ানক।  আগে বহু অ্যাপস এই ধরনের আছে তাদেরও একই রকম ট্রামস অফ কন্ডিশন আছে। তাছাড়া বলুন তো আমরা ফেসবুক ইউজ করি প্রায় প্রত্যেকেই ফেসবুকে আমরা আমাদের জন্ম তারিখ আমরা কি খাই কি করি কোথায় যাই বিবাহিত কিনা , কোন বয়-ফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড আছে আমরা সমস্ত কিছু ডিটেলস সেখানে আমরা দিয়ে থাকি। অথচ আমরা সেক্ষেত্রে ভয় পাই না। একবার ভেবে দেখুন তো এই অ্যাপসটি কে  আমরা কিন্তু একটুও কিছু ডকুমেন্টস দিই না ফেসবুকে আমরা দিয়ে থাকি।

APP FUL TUTORIAL :

        এখন সব থেকে বড় প্রশ্ন হলো এই অ্যাপসটি ভয়াবহ কিনা ক্ষতিকারক কিনা সেটা আপনাকে চয়েস করতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।

No comments:

Post a Comment