ভোটের কার্ড ভেরিফিকেশন ও সংসধন করুন।
আজকের দিনে ভোটার ইডেন্টিটি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অধিকাংশ লোকের ভোটার কার্ডে বিভিন্ন্য ভুল রয়েছে। যা আমাদের অফিস আদালতে যথেষ্ট মুস্কিলে পড়তে হয়। গুরুত্ব পূর্ন কাজের সময় বাধ্য হতে হয় কোর্টে গিয়ে মহুরী ধরে এফিডেফিট করতে হয়। কিন্তু আপনার হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে নিজেই আপনার ও আপনার বাড়ির সবার ভোটার কার্ড সংশোধন করতে পারবেন। আপডেট করতে পারবেন ও ভেরিফিকেশন করতে পারবেন।
স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে দেখতে পারেন।
প্রয়োজনে এই ভিডিও দেখতে পারেন :
প্রয়োজনে এই ভিডিও দেখতে পারেন :
আজকের দিনে ভোটার ইডেন্টিটি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অধিকাংশ লোকের ভোটার কার্ডে বিভিন্ন্য ভুল রয়েছে। যা আমাদের অফিস আদালতে যথেষ্ট মুস্কিলে পড়তে হয়। গুরুত্ব পূর্ন কাজের সময় বাধ্য হতে হয় কোর্টে গিয়ে মহুরী ধরে এফিডেফিট করতে হয়। কিন্তু আপনার হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে নিজেই আপনার ও আপনার বাড়ির সবার ভোটার কার্ড সংশোধন করতে পারবেন। আপডেট করতে পারবেন ও ভেরিফিকেশন করতে পারবেন।
স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে দেখতে পারেন।
- মোবাইলে গুগল সার্চ বারে টাইপ করুন - nvsp তার পর NATIONAL VOTERS SARVICES PORTAL নামক ওয়েবসাইট প্রথমে পেয়েযাবেন। সেখানে ক্লিক করুন।
- আপনাকে লগইন বা সাইন আপ করতে বলা হবে। আপনি ভেলিড মোবাইল নাম্বার দিয়ে ,ও এপিক নাম্বার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিতে হবে।
- তার পর আবার ফিয়ার এসে লগইন করতে হবে। এবার আপনার সামনে আর একটি পেজ ওপেন হবে।যে খানে ELECTORS VERIFICATION PROGRAM অফসান পেয়েযাবেন। ওখানে ক্লিক করুন।
- প্রথমে নিজের আই কার্ড ভেরিফাই করে নিতে হবে। VERIFY SELF DETAILS ক্লিক করুন।
- অটোমেটিক আপনার ডিটেলস চলে আসবে। সে গুলোর মধ্যে কোন ভুল থাকলে সাপোটিং ডকুমেন্স দিয়ে সংশোধন করতে পারেন। আর ঠিক থাকলে ,আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন।
পরিবারের অন্য সদস্যদের ভেরিফাই করুন। তার জন্য আবার আপনাকে লগইন করার পর পেজে আস্তে হবে।
- ওখানে দেখুন FAMILY LISTING & AUTHENTICATION আছে ,ওখানে ক্লিক করুন।
- প্রথম আপনাকে FAMILY LISTING অফসানে গিয়ে ফ্যামিলি মেম্বারদের লিস্টে আনুন।
- ওখানে ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ডের নাম্বার তাকে লিস্টে যুক্ত কারাতে পারবেন। এবং ওখানে যদি কোন ভুল থাকে তার সাপোটিং ডকমেন্স দিয়ে সংশোধন করতে পারেন।
- তারপর ব্যকে এসে FAMILY VERIFICATION অফসানে ক্লিক করুন। এবং আঁধার কার্ড নম্বর দিয়ে ভেরিফিকেশন করুন।
ভিডিও দুটো আপনি দেখে করলে খুব সহজেই আপনার ও ফেমিলির ভোটার কার্ড VERIFICATION করতে পারবেন।
ধন্যবাদ।..........

No comments:
Post a Comment