Sunday, September 8, 2019

MOBILE এ SCREENSHOT নেবার ৩ পদ্ধতি :

SCREENSHOT নেবার ৩ পদ্ধতি :

      আমরা সবাই এন্ড্রোয়েড মোবাইলের স্ক্রিনশট নিই বিভিন্ন্য সময়ে। বিভিন্ন্য গুরুত্বপূর্ন ডকমেন্স কাউকে পাঠাতে বা নিজের কাজে  করতে। আমরা এটা জানি কিভাবে স্ক্রিনশট  নিতে হয়।

     ১) প্রথমত : পাওয়ার বটম ও ভলিউম ডাউন বটম এক সাথে প্রেস করলে স্ক্রিনশট নেওয়া যায়।
     ২) দ্বিতীয়ত : মোবাইল স্ক্রিনের উপরে একদম টপ থেকে নিচের দিকে স্লাইস করে টানলে বা ইন্টারনেট চালু করার অফসান যে ভাবে আনাহয় ,সে ভাবে আনলে দেখবেন কাঁচি অফসান পেয়ে যাবেন।  ওটা থেকেও স্ক্রিনশট নেওয়া যায়।
     ৩) এই পদ্ধতি আরো সহজ : আপনি যে কোন বিষয় স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনের উপর আপনার ৩টি আঙ্গুল আলতো করে প্রেস করে টানুন। আপনার স্ক্রিনশট হয়ে যাবে।  এবং ওই স্ক্রিনশট ফটোর উপর সাথে সাথে ক্লিক করুন। আপনার সামনে ফুল পেজ হয়ে যাবে। তার পর এডিট অফসান তার পাশে SCROLL এর অফসান আসবে। ওখানে প্রেস করুন। আপনার স্ক্রিনে স্ক্রল হতে থাকবে। যতটা প্রয়োজন আপনি স্ক্রোল করতে পারেন ,তার পর স্ক্রিনে টাচ করলেই আপনার লং স্ক্রিনশট হয়ে যাবে।

      আমরা ৩ টি পদ্ধতিতে মোবাইল থেকে যে কোনকিছুর  screenshot নিতে পারি। এবং লম্বা screenshot ও নিতে পারি খুব সহজেই। তার সমস্ত রকম tips দেখানো হয়েছে এই ভিডিওতে।

           ভিডিও লিংক :
                                                                                                                          ধন্যবাদ  ..........

No comments:

Post a Comment