Saturday, September 7, 2019

আপনার ভিডিওতে Popup SUBSCRIBE বোটম লাগান । Edit by...KINEMASTER

ভিডিওতে Popup SUBSCRIBE বোটম

    পপ-আপ অ্যাড হল, কোন ভিডিও চলাকালীন হঠাৎ করে সাবস্ক্রাইব করার, লাইক ,কমেন্ট করার মত একটি এ্যাড। এটা সেট করে রাখলে ভিডিও দেখতে দেখতে আপনার সামনে পপ-আপ অর্থাৎ হঠাৎ করে ভেসে আসে। একেই বলে  পপ আপ অ্যাড। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওর ক্ষেত্রে। কারণ ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওর কনটেন্ট যদি ভাল লাগে, তাহলে ওই ভিডিওটি দেখতে দেখতে তার মানসিকতা আপনার ভিডিও কনটেন্ট এর মধ্যে ডুবে যায়। ফলে আপনার ভিডিওয় সে লাইক ,কমেন্ট ,ও শেয়ার করতে সে ভুলে যায়।

      যার ফলে আপনি যদি ভিডিও মাঝে মাঝে  লাইক ,কমেন্ট ,শেয়ার এর মতো পপআপ আপনার ভিডিওয় কিছু সময় অন্তর লাগিয়ে রাখেন। তাহলে তা দেখে ভিউয়ার্স আকৃষ্ট হতে পারেন এবং আপনার লাইক কমেন্ট বা শেয়ার বা আপনি যা বলতে চাইছেন সে দিকে ধ্যান দিতে পারে। এজন্যই ইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওর ক্ষেত্রে।

Video link : https://youtu.be/nh0axs3ogD8

      আপনি যদি আপনার ইউটিউব ভিডিওতে পপ-আপ এই সাবস্ক্রাইব বাটন লাগাতে চান তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে লাগানো যায় তা KINEMASTER  দিয়ে এডিট করে দেখিয়েছি।  ভিডিওতে যদি এই পপ আপ অ্যাড বা সাবস্ক্রাইব বটম লাগাতে চান তাহলে খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে বানাতে পারবেন। এই ভিডিওটি আমি বানিয়েছি গ্রীণস্ক্রীনে। KINEMASTER আপনি গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন। অথবা google এ গিয়ে সার্চ করুন, বিভিন্ন থার্ড পার্টি ডেভলপাররা তারা ডেভলপ করে গুগোল এর বিভিন্ন সাইটে বিভিন্ন নাম দিয়ে KINEMASTER কে পাবলিশ করেছেন। সেগুলো থেকেও আপনি নিতে পারেন এবং নিজেকে কাস্টমাইজ করে নিতে হবে। সুন্দর এই ভিডিও এডিটিং apps . নতুন দের  এর ক্ষেত্রে খুব সুবিধে এবং এন্ড্রয়েড মোবাইলে আপনি খুব কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন নিজেই।

           youtube ভিডিও তে ভিউয়ার্স দের subscribe এর আবেদন ভিডিও আপনিই আপনার মোবাইল ফোনে দিয়ে বানান খুব সহজে। লাগবে kinemaster ,একটি হাতের ফটো ,চ্যানেল সাবস্ক্রাইব স্ক্রিন রেকডিং ভিডিও। এবং এনিমেশনে দেওয়ার জন্য লাগবে মিউজিক। বাস আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। নাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন।

video link : https://youtu.be/6YizLg-2VfA 

 #subscribeBoton #kinemasterVideoEditing

Like the video you like. Please comment about how the video is. Share the video with friends. Subscribe to get updates for a new video.

No comments:

Post a Comment