Sunday, August 25, 2019

ভবঘুরে থেকে সেলিব্রেটি রানাঘাটের রানু মন্ডল

রানাঘাটের রানু পেলো লটারি 

          বর্তমান রানাঘাট মানেই রানু মন্ডল এর কথা মনে পড়ে। লতাজির কন্ঠে গান গেয়ে রাতারাতি সেলিব্রেটি হয়ে যান তিনি একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে। কিছুদিন আগে তিনি ছিলেন ভবঘুরে ,রানাঘাট স্টেশন চত্তরে ঘুরে বেড়াত একমুঠো ভাতের জন্য। তখন যে কেউ ভাবত পাগলী বা ভিখেরি।



           এক সঙ্গীতপ্রেমী পেশায় ইঞ্জিনিয়ার অতীন্দ্র চক্রবর্তী নজরে আসে রানু মন্ডল। স্টেশন চত্তরে গান গাইছেন মধুর শুরে। যেন মনে হল তার গানটি গাইছেন লতাজি। দেরি না করে  তা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে আপলোড দিয়ে দেয় ফেসবুকে। আর তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে বিভিন্ন জনের কাছে  এবং ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তারপর ভারত এবং বাংলাদেশের কাছে এই রানু মন্ডল হয়ে জান একজন সেলিব্রেটি। বিভিন্ন সংস্থার কর্মকর্তা , আয়োজক , টিভি চ্যানেল তারা গানের পোগ্রাম  নিয়ে আসে তার কাছে।



            কিন্তু এতদিন রাস্তায় থেকে গায়ে নোংরা জমিয়ে ফেলেছে রানু। বহুদিন শ্যাম্পুর সাথে দেখা হয়নি তার।  কিন্তু তার কোকিল কন্ঠী  সুমধুর গানে  মুগ্ধ হয়ে বিভিন্ন চ্যানেল , স্টেজ প্রোগ্রামার্ ,এমন কি  গান রেকর্ড করার জন্য  অফার এসেছে তার কাছে।  তাই তাকে এক সহৃদয়  ব্যক্তি তাকে পার্লারে নিয়ে যান আধুনিকতার ছোঁয়া দিতে।



            বর্তমানে অনেক রিয়েলিটি শো , স্টেজ প্রোগ্রাম , এমনকি ফিল্মে গান গাওয়ার অফার এসেছে তার কাছে। বলিউডের সঙ্গীতশিল্পী ও পরিচালক হিমেশ রেশমিয়ার সাথে হ্যাপি হার্ডি এন্ড হির ছবির প্লেব্যাক সং তেরি মেরি, তেরি মেরি কাহানি গান গাইলেন। এছাড়াও  দুর্গ পুজোর থিম সং ও গাইলেন।

গানটির লিংক দেওয়া হল : https://youtu.be/CpMa1C7GoX8



             তিনিই প্রমান করে দিলেন প্রতিভা থাকলে তার কদর ও পাওয়া যায়। আমরা চাই সমাজের বহু প্রতিভাবানরা রানু মন্ডলের মতো যারা এই সমাজের বুকে হারিয়ে আছে তাদের তুলে ধরতে।

এমন আর একটি লিঙ্ক দেওয়া হল : https://youtu.be/HKS5qiw50n0
২/

No comments:

Post a Comment