Monday, September 2, 2019

Google এর ৫ টি ম্যাজিক ট্রিকস করে বন্ধুদের তাক লাগিয়ে দিন।

google 

      আপনি এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন মানে  বা ইন্টারনেট করেন। ল্যাপটপ ডেক্সটপ কম্পিউটারে আপনি গুগল নিত্যদিনের সঙ্গী। গুগোল দিনে দিনে আধুনিক হয়েছে, দিনের পর দিন বিভিন্ন ফিচারস এনেছে তার ব্যবহারকারীদের জন্য। আজকের আপনাদের কয়েকটি ফিচারস এর কথা বলব যা আপনি ম্যাজিক আকারে ব্যবহার করে আপনার বন্ধু বান্ধবীকে তাক লাগিয়ে দিতে পারেন।


Video link: https://youtu.be/ru-zvB9hsJg


DO A BARREL ROOL :
          এটি লিখে সার্চ করলেই আপনার গুগলের পেজ চারিদিকে চরকির মত ঘুরতে থাকবে। আর তার সাথে 10 লিখে সার্চ দিলে দশবার, 100 লিখে সার্চ দিলে 100 বার চরকির মতো ঘুরতে থাকবে।  এভাবে আপনি আপনার বন্ধুকে হতবাক করে দিতে পারেন।

UNDERWATER :
           কথাটি লিখে সার্চ করুন। তারপরে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথম লিংকে ক্লিক করলে আপনার সামনে আর একটি পেজ ওপেন হবে।  তারপর একটি  জলের ট্যাঙ্ক বা পাত্র হাজির হয়ে যাবে। এবারে আপনি গুগলের সার্চ বারে  গিয়ে সার্চ যখনই সার্চ করতে যাবেন। সার্চ বারটি ভেঙ্গে নিচের দিকে পড়ে যাবে। তারপর জলে ভাসতে থাকবে আবার ওই জলে যখন সার্চ করতে যাবেন তখন গুগোল এবং সার্চ বারটি আলাদা হয়ে যাবে। এইভাবে আপনি মজা দিতে পারেন আপনার বন্ধুদের।

ZERG RUSH :
            এটি  লিখে সার্চ করলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে। সেই পেজে অনেকগুলি ওয়েবসাইট থাকবে যা সাধারণত থাকে। কিন্তু কয়েকটি ছোট্ট ছোট্ট রাউন্ড তারা আস্তে আস্তে নিচের দিকে যত নেমে আসবে সমস্ত ওয়েবসাইট বিলীন বা গায়েব হয়ে যাবে। বা  ওয়েবসাইটগুলোকে খেতে থাকবে।  তার পরে একসময় আপনার এই পেজটি হোয়াইট হয়ে যাবে।তার পর সব সার্কেল গুলো এক জায়গায় এসে ডবল G রূপ নিবে।  আপনি চাইলে ক্লিয়ার অফসানে ক্লিক করে আগের জায়গায় ফিরে আস্তে পারেন।

GOOGLE GRAVITY : 
           লিখে গুগলে সার্চ করলে গুগলের পেজ ওপেন হবে। এবারে গুগলের সার্চ বারে ক্লিক করলে বা  এই পেজ কোন স্থানে হাত দিলে অদ্ভুতভাবে GOOGLE ভেঙ্গেচুরে নিচের দিকে পড়ে যাবে এবং আপনি এগুলো থেকে কিছুতেই জোড়া লাগাতে পারবেন না এবং আপনি সার্চ বারে গিয়ে সার্চ করতে পারবেন না। এটি করে আপনি তাক লাগিয়ে দিতে পারেন আপনার বন্ধু বা বান্ধবী কে।

GOOGLE 1998:
           1998 সালে গুগোল কে দেখতে কেমন ছিল সেটা যদি জানতে চান তাহলে আপনি আপনার মোবাইল ডেস্কটপ বা ল্যাপটপ এ সার্চ বার এ গিয়ে সার্চ করুন- google 1998 . সার্চ করলে আপনার সামনে আর একটি পেজ ওপেন হবে ,1998 সালে GOOGLE কে দেখতে যেমন ছিল সেই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সেখানে সার্চ বারে গিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে শে সময় যেভাবে সার্চ বার ওপেন হতো টেক্সটগুলো যেভাবে সো করত ঠিক সেইভাবে আপনার সামনে ওপেন হবে।

                                                   Thanks 

No comments:

Post a Comment