Monday, August 19, 2019

Skyscrapers AR বা 3D ফটো বানান মোবাইলে

Skyscrapers AR বা 3D ফটো বানান মোবাইলে 

        AR অ্যাপস অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। প্লেস্টোরে স্টোর এই অ্যাপস পাওয়া যায়। আজকের যে APPS টির কথা বলব ,সেটা যে কোন এন্ড্রয়েড মোবাইলে সেট করে যাবে। একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্তদামি  মোবাইলে  এই অ্যাপস টি সেট হয়ে যায়।


আপনি এই অ্যাপটি কে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। 

         এই অ্যাপস টি কে ব্যবহার করার জন্য দুটো মোবাইল দরকার। একটি মোবাইলে থাকবে এই অ্যাপস। আরেকটি মোবাইলে থাকবে এইচডি কোয়ালিটির ফটো।  টাওয়ার বা বিভিন্ন বড় বড় উঁচু বিল্ডিং এই সমস্ত কিছু ফটো যা নিচে দেওয়া হলো  ......






         এই ফটোগুলো থাকবে আর একটি মোবাইলে। এদের যেকোনো একটি ফটো মোবাইযে  ওপেন করুন এবং আরেকটি মোবাইলে অ্যাপস টি চালু করুন। অ্যাপস চালু করলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কিভাবে  3D আকারে আগের যে মোবাইলটি  তে সো হচ্ছে।  সেই মোবাইল থেকে সিডি আকারে যে কোন টাওয়ার বিল্ডিং দাঁড়িয়ে আছে এবং তাতে যদি আপনি হাত নিয়ে যান আপনার হাতের উপরে দাঁড়িয়ে আছে বাঁ হাতের মুঠোতে এসে যাবে.


         কিভাবে এই অ্যাপস টি কে ব্যবহার করতে হয় ,তার লিংক দেওয়া হল  সেই লিংকে ক্লিক করে আপনি ভিডিও দেখে নিতে পারেন। .......https://youtu.be/AMByaGF_Ix0
     
         যা দেখতে খুবই সুন্দর এবং আপনি মজা পাবেন অন্যদেরও  মজা দিবেন।apps টির একটি লিংক নিচে দেওয়া হল, Skyscrapers AR ....https://play.google.com/store/apps/details?id=com.dmatsokin.skyscrapers


         এবং এই 3D বিল্ডিং বা টাওয়ারের নিচে হাত দিন ! দেখবেন এটি আপনার হাতের মুঠোয় এসে গেছে।







        3D ফটোর তলায় দেখুন FLY লেখা আছে। ওই  অংশে ক্লিক করুন যে থ্রিডি ইমেজ টাওয়ার বিল্ডিং আপনার মোবাইলে শো করছে ,তার স্ট্রাকচার কোনায় কোনায় আপনাকে দেখিয়ে দিবে যা আপনি ইন্টারেস্টিং বোধ করবেন।

                                                                                                                                ধন্যবাদ  .....

No comments:

Post a Comment