Sunday, August 18, 2019

ফেসবুক ও তার ইতিহাস

FACEBOOK

       ফেসবুক বর্তমানে বিশ্ব সামাজিক যোগাযোগের একটি মাধ্যম। যাকে তৈরি করা হয়েছিল 2004 সালের ৪ঠা ফেব্রুয়ারি । হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন মার্ক জুকারবার্গ তৈরি করেন এই ফেসবুক।

        যদিও এর আগের নাম ছিল ফেসম্যান। মুলত এটা তৈরি করা হয়েছিল 28 শে অক্টোবর 2003 সালে। উদ্দেশ্য ছিল কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীরা সবাই একসঙ্গে এক যোগাযোগের মাধ্যমে থাকা। প্রথম দিকে এটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ছড়িয়ে পড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়। এর জনপ্রিয়তা বাড়তে থাকায় ,কলেজ তারপর গুরুত্বপূর্ণ শহর গুলির হাইস্কুল। এমনকি একসময় 13 বছর পর্যন্ত একে জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তারপর আজ সারা বিশ্বে প্রায় 300 মিলিয়ন সক্রিয় সদস্য ফেসবুক ব্যবহার করে।





ইতিহাস :
              এই ফেসবুকের কিন্তু এই ফেসবুক নাম প্রথমে ছিল না। এর জন্ম হয়েছিল 28 শে অক্টোবর 2003 সালে ফ্যাসম্যান নামে। তার পর 2004 সালে ফ্যাসম্যান থেকে দ্যা ফেসবুক ডট কম। সে সময় জুকারবার্গ এর সঙ্গে যুক্ত হয় তার চার বন্ধু। তারা হলেন - এডুয়ার্ডো স্যাভেরিন, অ্যান্ড্রু ম্যাককুলাম, ডাস্টিন মস্কোভিজ, ক্রিস হিউজেস, তারপর এই the Facebook.Com এর জনপ্রিয়তা বাড়তে থাকে। এবং 2004 সালের ডিসেম্বর মাসে এর ব্যবহারকারীর সংখ্যা পৌঁছায় 10 লাখে। এরপর 2005 সালে দ্য ফেসবুক ডটকম' নামটা বদলে যায় রাখা হয় ফেসবুক। বছরের শেষে এর ব্যবহারকারীর সংখ্যা 55 লাখ। তারপর এটাকে সারাবিশ্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বছরের শেষে ব্যবহারকারীর সংখ্যা কুড়ি লক্ষাধিক। এমনি করে এর জনপ্রিয়তা বাড়তে থাকে 2009 সালে দু কোটিতে পৌঁছায়। এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 2010 সালে 55 কোটিতে পৌঁছায়। 2013 সালে দেশ ভিত্তিক অর্থাৎ আমেরিকাতে 168.8 মিলিয়ন ইউজার, ব্রাজিলে 64.6 মিলিয়ন ইউজার, ভারতে 62.6 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী, ইন্দোনেশিয়ায় 51.4 মিলিয়ন ইউজার , মস্কোতে 40.2 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। এবং 2016 সালের হিসাব অনুযায়ী এর ব্যবহারকারীর সংখ্যা 1.6 বিলিয়ন। ফেসবুকে পরিষেবার জন্য এর পঁচিশ হাজার 105 জন কর্মচারী ছিল।

video link: https://youtu.be/fH87cs_KlsM

এই ফেসবুক দিয়ে কি হয়?

       ফেসবুক দিয়ে খুব সহজেই আপনি বন্ধু সংযোগ করতে পারবেন। নতুন নতুন সম্পর্ক তৈরি করতে পারবেন। বার্তা আদান-প্রদান করতে পারবেন নিজের স্বাধীন চিন্তা বা নিজেকে তুলে ধরার এক বড় প্ল্যাটফর্ম হলো এই ফেসবুক। এখান থেকে আপনি বিনা খরচে আপনার প্রতিভা বিকশিত করে প্রসারিত করতে পারবেন ।


ফেসবুকের তারকা তৈরী :

       সারা বিশ্বে তাই এখান থেকে অনেকেই জনপ্রিয় হয়েছেন। রাতারাতি ভাইরাল হয়ে তারা রীতিমতো সেলিব্রেটি হয়েছেন। যেমন 2014 সালে সিঙ্গার শাকিরা, ফুটবলার ক্রিস্টিয়ানো রোলান্ডো থেকে রিহানা সহ আরো অনেকেই । তাদের করা পোস্ট, ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় তারা সেলিব্রেটি হয়েছেন।  বর্তমানে রেনু মন্ডল কোকিল কন্ঠি  সুরে মাতিয়েছে ফেসবুক ইউজারদের। এবং তিনি ভাইরাল হয়ে আজ সেলিব্রেটি হয়েছেন।শুধু ভারত নয় ,বাংলাদেশেও।

প্রতিদ্বন্দিতা 

ভালো জিনিস মানেই প্রতিদ্বন্দিতা থাকবে তাই ফেসবুকের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। ফেসবুকে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে - চীনের কিউজোন এবং রেন রেন। ব্রাজিলের- অর্কুট যদিও বর্তমানে বন্ধ। দক্ষিণ কোরিয়ায় - সাইওয়ার্ল্ড। ইরানে- ক্লুব। জাপানে- মিক্সি। ভিয়েতনামের - জিং, এই ধরনের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট গুলো ফেসবুকের জনপ্রিয়তার  সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভালো মন্দ

         যেমনি করে প্রতি জিনিসের ভালো দিক থাকে,তেমন খারাপ দিকও থাকে! ফেসবুক ও তার মধ্যে ব্যাতিক্রম নয়। এই খারাপ দিকটার কথা মনে করে অনেক  বাধার সৃষ্টি গুলোকে ফেস করতে হয়েছিল ফেসবুক কে!
        প্রথমেই জুকারবার্গ এর কিছু কিছু সহপাঠী তারা অভিযোগ আনে,  তাদের সোর্সকোড এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে ফেসবুক।
        এখান থেকে বিভিন্ন তথ্য চুরি, অ্যাকাউন্ট হ্যাক বিভিন্ন অভিযোগ এনে ইংল্যান্ডের অফিসের কর্মচারীদের এই ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়।
        এমনকি যেমন বিশ্বের বিভিন্ন দেশ ফেসবুকে নিষিদ্ধ করেছে বা আংশিকভাবে নিষিদ্ধ করেছে বা ব্যবহার করার সুযোগ দিয়েছে যেমন- সিরিয়া, চায়না, ইরান, এমনকি বাংলাদেশ সহ বেশ কিছু দেশ।

জনপ্ৰিয়তা ও ইনকাম :

        ঘাত পতি ঘাত, সংঘাত সমস্ত কিছু কে অতিক্রম করে ফেসবুক দ্রুত গতিতে বিশ্ববাজারে ১নাম্বার  মার্কেট তৈরি করে নিয়েছে। এদের ইনকাম সোর্স হল বিজ্ঞাপন।এই বিজ্ঞাপনের উপর  ভিত্তি করে  বিপুল পরিমাণে অর্থ উপাৰ্জন  করা।
        এরা এতদিন নিজেরাই ইনকাম করে এসেছে। এবার এই ইউজারদের জন্য ইনকামের ব্যবস্থা বা ইনকামের জন্য সেই কাঠামো তৈরি করেছে! যেখান থেকে Facebook ইউজাররাও ইনকাম করতে পারবে। যেভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়।

                                                                                                              ধন্যবাদ  .......

No comments:

Post a Comment