Wednesday, February 15, 2023

ফেসবুক প্রোফাইলে ফলো বোটন সেট করুন ।। Lifestyle

আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বটন সেট করতে হলে, কোন থার্ড পার্টি অ্যাপস বা অন্য কোন ওয়েবসাইটের প্রয়োজন হয় না। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেই কয়েকটা সেটিংস করলেই তা করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের তা দেখাবো। 



১) প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করুন। তারপর প্রোফাইলে ক্লিক করুন। 

২) এখন আপনি আপনার নামের উপরে ক্লিক করুন। 

 ৩) এবারে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করুন। 

৩) স্টোরোল করে নিচের দিকে নামুন র্টান অন প্রফেশনাল মোড এই অপশনে ক্লিক করুন। 

৪) এখন এই ব্লু বক্সের টার্ন অন অপশন এ ক্লিক করুন। 

৫) এখন আপনার ফলো বটন রেডি হয়ে গেছে। আপনি তা ভিউ অপশনে গিয়ে চেক করে দেখে নিতে পারেন। অথবা অন্য কোন ফেসবুক আইডি দিয়ে আপনার প্রোফাইল চেক করে দেখে নিতে পারেন। 

🙏🙏🙏🙏ধন্যবাদ 🙏🙏🙏



No comments:

Post a Comment