অটো প্লে, ইউটিউব এর মত ভারতীয় এই ওয়েবসাইটে ক্রিয়েটর হিসেবে আপনি যদি নিয়মিত এটি ব্যবহার করেন, তাহলে আপনি এখান থেকে আর্নিং করাতে পারবেন। একজন ইউটিউবার হতে গেলে প্রথম স্টেপ হল, ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম। এবং কপিরাইট ও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছাড়াই আপনার একটি স্বচ্ছ চ্যানেল থাকলে আপনি মনিটাইজেশনের সুযোগ পাবেন। কিন্তু এখানে অটো প্লেতে এত কিছুর প্রয়োজন হয় না! এখানে কমপক্ষে ১০ টি ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তবে এখানে শর্ট ভিডিও অর্থাৎ এক মিনিটের কম সময়ের ভিডিও পাবলিস্ট করা যায় না। আর ২০০ ফলোয়ার হলেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর থেকেই আপনি ক্রিয়েটর হিসেবে এখানে ভিডিও আপলোড করে আর্নিং করতে পারবেন।
গুগোল প্লেষ্টোরে এই অ্যাপস টি ডাউনলোড করে নিতে পারেন । তার পর Gmail দিয়ে সাইনআপ করে নিয়মিত ভিডিও ডাউনলোড করতে পারেন।
Download Atoplay now
https://play.google.com/store/apps/details?id=com.aprosoftech.rangilatube
No comments:
Post a Comment