বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আকাশে দেখা গেল অদ্ভুদ রহস্যজনক আলো। যেনো মনে হচ্ছে টর্চের আলো। বৃহস্পতিবার বিকেল পাচটার পর চোখে পড়ে আকাশে অদ্ভুদ আলোর রশ্মি। কোথা থেকে এই রহস্যজনক আলো এলো, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিকেলের আকাশের অদ্ভুদ ওই আলো ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি একটা উল্কা। যা পড়ার সময় ধুলিকনার সংগে সংস্পর্শে এমন রুপ ধারন করেছে।
No comments:
Post a Comment