জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট Twitter-এর বিকল্প হিসেবে 2020 সালে বেঙ্গালুরুর Aprameya Radhakrishna ডেভেলপ করেছেন Koo App।
দেশের সমস্ত প্রায় সমস্ত ভাষাই সাপোর্ট করে এই অ্যাপে। এবং আরও কিছু ভাষা ভবিষ্যতে যুক্ত হবে। Koo App-এর আর একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হল, যেটা এখনও পর্যন্ত টুইটারে নাই। এখানে ইউজারেরা 400 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন।
আপনি এখানে আপনার এলাকার নিউজ, আপনার লেখা গল্প, উপন্যাস, কবিতা, গান লিখে পাবলিস্ট করতে পারেন। অথবা ভিডিও আকারে পাবলিস্ট করতে পারবেন। এই অ্যাপটিতে আপনি প্রত্যেকদিন ১০ মিনিট করে ইউজ করলে, আপনাকে দেয়া হবে রিওয়ার্ড পয়েন্ট। যেটা আপনি টাকায় কনভার্ট করে. সরাসরি ব্যাংক একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আসুন আমরা দেখে নেই অ্যাপটি কেমন।
এই অ্যাপটি সম্পূর্ণ ভাবে ফ্রি এবং Google Play Store বা Apple App Store থেকে ডাউনলোড করতে পারবেন। Google Play Store-এ গিয়ে Koo লিখে সার্চ করুন। দশ মিলিয়ল ইউজার এই অ্যাপসটি ডাউনলোড করেছে।
No comments:
Post a Comment