Monday, September 26, 2022

প্রতিলিপিতে ফলোয়ার ও ভিউয়ার্স বাড়াবেন কিভাবে?

প্রতিলিপিতে ভিউজফলোয়ার বাড়াতে হলে!


প্রতিলিপিতে একজন সফল লেখক হতে হলে, বা আপনার লেখার ভিউ, প্রোফাইলে ফলোয়ার বাড়াতে গেলে, সর্বপ্রথম আপনার লেখার মধ্যে পরিছন্নতা আনতে হবে । যাতে করে পাঠকেরা পড়ার সময় কোন অসুবিধায় না পড়ে। তারা যেন আপনার লেখা পড়তে গিয়ে স্বাচ্ছন্দ বোধ করে। সোজা কথায় আপনি যে কোনো বিষয় নিয়ে লেখুন না কেন, পাঠকেরা যেন সহজ ভাবেই সেটা বুঝতে পারে । তার মানে আপনাকে সহজ সরল ভাষাতে লিখতে হবে।

পাঠকেরা বিরক্ত বোধ করে আপনার লেখা পড়া বন্ধ করে দেয় খানিক বাদে বা মাঝপথে। তার মূল কারণ হলো বানান ভুল এবং সঠিক জায়গায় কমা, পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা চিহ্ন গুলো না ব্যবহার করার জন্য। অনেকেই এইগুলো ঠিকমতো ব্যবহার না করতে পারার জন্য পাঠকেরা পড়ে তৃপ্তি পায় না। তাই ওই লেখনির মূল মানে কি? কি তার বক্তব্য? বোঝার উপায় থাকে না। এই জায়গাটা আপনাকে আগে পরিষ্কার করতে হবে।

এখন আসি আমাদের কি কি করনীয়। যে কোনো লেখার ভিউ বাড়াতে গেলে প্রথম কাজ হবে আপনার প্রোফাইলে অনুসরণকারী বা ফলোয়ার বৃদ্ধি করা। এর ফলে আপনাকে যারা ফলো করেছেন অর্থাৎ অনুসরণকারীর কাছে পোষ্টের নোটিশ পৌঁছে যাবে। যত বেশি সংখ্যক পাঠকের কাছে আপনার কোন পোষ্টের বা লেখার নটিফিকশন পৌঁছবে, তত বেশী ভিউ হওয়ার সম্ভাবনা থাকে।

হাজার হাজার লেখক কবি সাহিত্যিক প্রতিলিপিতে আছেন। তারা কেন আপনাকে অনুসরণ করবে? বেশি সংখ্যক পাঠকেরা বা কবি-সাহিত্যিক বা লেখকেরা আপনাকে কি চেনে? নিশ্চয়ই না! তাহলে অনুসরণকারী বাড়ানোর জন্য প্রথম আপনাকে পরিচিতি লাভ করতে হবে।

তার জন্য আপনাকে নিয়মিত লিখতে হবে। এবং আরো ভালো হয় যদি প্রতিলিপির দেওয়া প্রত্যেক দিনের টপিকের উপর লিখেন। আপনাকে ইগো ছেড়ে অন্যকে বন্ধু ভেবে অনুসরণ করতে হবে। অন্যের লেখা বেশি বেশি করে পড়তে হবে। এতে আপনার অভিজ্ঞতাও বাড়বে। অন্যের লেখা বা পোস্টে রিভিউ দিতে হবে। এসব করে আপনি যদি আপনার পরিধি বাড়াতে না পারেন, তাহলে আপনার অনুসরণকারী বাড়বে না। আর যদি অনুসরণকারী বাড়াতেন না পারেন তাহলে ভিউজ সংখ্যা বৃদ্ধি পাবে না।

এর জন্য আপনাকে অনেক ব্যক্তিকে অনুসরণ করতে হবে। তবেই আপনি অনুসরণকারী পাবেন। আপনি কাদের অনুসরণ করবেন?  কিভাবে বুঝবেন আপনি যাকে অনুসরণ করলেন সে আপনাকে অনুসরণ করবে?  তার জন্য আপনাকে প্রত্যেক ব্যক্তির প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে দেখুন অনুসরণ এবং অনুসরণকারী এই দুটো অপশন পেয়ে যাবেন। এই দুটো অপশনের যদি দেখেন ওই ব্যক্তি বহু কবি সাহিত্যিকদের বা লেখকদের অনুসরণ করেছেন, তার আকার টা অনুসরণকারীর থেকেও বেশি, ওই ব্যক্তি ভালো পাঠক এবং উনি বন্ধুত্ব করতে ভালোবাসেন। তার মানে ঐ ব্যাক্তিকে আপনি অনুসরণ করতে পারেন। আর যদি দেখেন কোন ব্যাক্তির অনুসরণের তালিকা খুব ছোট্ট আর অনুসরণকারীর তালিকা অনেক বড়ো! তাহলে ওই ব্যক্তিকে অ্যাভয়েড করুন। কারন উনি বহু মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান না। একাকীত্ব ভাবে দাম্ভিকতার সহিত থাকতে চান। নিজেকে বিখ্যাত জাহির করেন। ফলে ওই ধরনের ব্যক্তিকে অনুসরণ করার দরকার নাই।

আপনার অনুসরণের সংখ্যা যদি বেশি হয়, তাহলে আপনার আপডেট অপশানে অনেক নোটিফিকেশন জমে যায়। এটা আবার অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনি আপডেট অপশানে ক্লিক করুন। কিছু নোটিফিকেশন এ ক্লিক করে যে কোন লেখকের প্রোফাইল আবার একবার চেক করুন। যদি ওই ব্যক্তি আপনাকে অনুসরণ না করেন ! তাহলে আপনি চাইলে তাকে এক ক্লিকেই আন ফলো করতে পারবেন । এটা করার জন্য আপনি তার প্রোফাইলে ক্লিক করে দেখুন (যেহেতু আপনি তাকে অনুসরণ করেছেন) মেসেজ বলে একটি অপশন পেয়ে যাবেন। ঠিক তার পাশে আরেকটি ছোট্ট চারকোনা মুন্ডুবালা বক্সে পাবেন । ওখানেই ক্লিক করেই আপনি তাকে আনফলো করতে পারেন।

ভিডিও টি দেখতে পারেন : প্রতিলিপিতে ফলোয়ার ও ভিউয়ার্স বাড়াবেন কিভাবে?

এভাবেই আপনি প্রতিলিপিতে বন্ধুত্ব বাড়িয়ে, বেশি বেশি ভিউজ পেতে পারেন। একজন প্রতিষ্ঠিত লেখক হতে পারেন।

আইয়ুব খাঁন
২৫/০৯/২২

No comments:

Post a Comment