Tuesday, June 6, 2023

Earn cashback on fuel with Indian Oil XTRAREWARDS // Lifestyle

Earn cashback on fuel with Indian Oil XTRAREWARDS // Lifestyle
ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্পে আপনি পেট্রোল অথবা আর ডিজেল কিনলেই পাবেন রিওয়ার্ড পয়েন্ট । ৭৫ টাকা সমান ১ রিওয়ার্ড পয়েন্ট । এমনি করে আপনার ১০০ রেওয়ার্ড পয়েন্ট হলে আপনি রিডিম করতে পারবেন। ১০০ রেওয়ার্ড পয়েন্ট সমান ৩০ টাকা । আপনি পেট্রোল পাম্পেই এই রিওয়ার্ড পয়েন্ট বিনিময় করে পেট্রোল নিতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে আপনার google py তে। এখানে অফার অপশনে ক্লিক করে ইন্ডিয়ান অয়েলের এই এই মেসেজের উপর ক্লিক করে ফরম ফিলাপ করতে হবে। সেখানে দিতে হবে ডেট অফ বার্থ, জেন্ডার এবং আপনার পিন কোড তারপরে আপনি ওকে করে দিন আপনার ফর্ম ফিলাপ সম্পন্ন হয়ে যাবে এরপরে আপনার রেওয়ার্ড পয়েন্টগুলো আপনার আইডিতে সংগ্রহ হতে থাকবে অটোমেটিক আপনার ১০০ রেওয়ার্ড পয়েন্ট হলেই আপনি রিডিং করতে পারবেন। 

No comments:

Post a Comment