Tuesday, October 1, 2019

আপনার মোবাইল ফোনে আড়ি পাতছে না তো কেউ ?

আপনার মোবাইল ফোনে আড়ি পাতছে না তো কেউ ?
            বর্তমানে মানব সভ্যতার কাছে বড় আশীর্বাদ হল আজকের এই প্রযুক্তি। বিজ্ঞানের বড় অবদান হল মোবাইল ফোন। আজ সবার হাতে হাতে ,নিত্য দিনের সাথী হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগের খুব দ্রুত এক প্লাটফর্ম। এই মোবাইল ফোন দ্বারা যেমন ভালো কাজ করা হয় ,আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অসাধুরা খারাপ কাজ ও করে নেয়। আপনার গোপন কথোপকথন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অসাধুরা হ্যাক করে সমূহ শুনে নেয়। তারপর তারা স্বার্থ সিদ্ধির কাজে লেগে পড়ে। যদিও অন্যের অজান্তে তার ফোনে আড়ি পাতা বেআইনি ,কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। নেটওয়ার্ক হ্যাক না করে ,খুব সহজেই স্মার্ট ফোনের ভালনেরাবিলিটি বা দুর্বলতা বের করে হ্যাকাররা।  তারপর আপনার ফোন ট্যাপ হয়ে যায় ।




কিভাবে বুঝবেন আপনার ফোনে আড়ি পাতা হয়েছে ?   
  1. আগের থেকে আপনার মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে না তো ? যদি হ্যাক হয়ে থাকে ,তাহলে এমনটা হতে পারে।  কারন আপনার ফোনের কল কোন app এর মাদ্ধমে থার্ড পার্টির কাছে পাঠানো হয়েছে। যার দরুন ব্যাটারি তাড়া তাড়ি শেষ হয়ে যাচ্ছে। 
  2. আপনার ফোন আল্প্ সময় ব্যাবহারে অস্বাভাবিক ভাবে গরম হচ্ছে না তো ? কারন হ্যাক হলে বিভিন্ন ভাবে মোবাইলের চাপ পড়ে  ,তার জন্য গরম হতে পারে। 
  3. ফোনে কথা বলার সময় ভালো করে লক্ষ করে দেখুন - অদ্ভুত সব আওয়াজ বা নয়েজ আসছে না তো ? যদি তাই হয় ,তাহলে বুঝতে হবে কেউ আপনার ফোনে নজর দারি চালাচ্ছে।
  4. ফোনে কথা বলার সময় টিভি বা স্পিকারের কাছে গেলে বিপ বিপ আওয়াজ যদি আসে , তাহলে আপনি সতর্ক হন।  
  5. আপনার ফোনের স্ক্রিন আকস্বিক ভাবে জলে উঠছে না তো ?
  6. অকারনে আপনা আপনি রিস্টার্ট নিলে , লক্ষণ ভালো নয়। 
  7. আপনার ফোনে এধরনের অস্বাভাবিক গুলো যদি হয়ে থাকে ,তাহলে মোবাইল শাটডাউন করে দেখুন। যদি দেখেন -সাটডাউন এর পরও স্ক্রিনে আলো জলে আছে ,অথবা সাটডাউন হতে বেশ সময় লাগছে বা হচ্ছে না ! তাহলে আপনার মোবাইল হ্যাক হয়েছে। 
তাছাড়া আপনি সিওর হবেন ,আপনার মোবাইলে টাইপ করুন *#21# নাম্বার টি। এবং কল করুন আপনার মোবাইল থেকে। সাথে সাথে মেসেজ আসে যাবে। নাম্বারটি হ্যাক হয়েছে কিনা।

No comments:

Post a Comment