Thursday, September 5, 2019

SECOND SPACE কি ? এবং কেনো ব্যাবহার করবেন।

SECOND SPACE  কি ? এবং কেনো ব্যাবহার করবেন। 

       আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যাবহার করি। অনেক ক্ষেত্রে অনেক সময় ফটো ভিডিও বা কোন ফাইল এমনকি Facebook ,whatsapp  একাউন্ট গুলোকে আমরা অন্যের থেকে একটু আলাদা ভাবে বা গোপন রাখতে চাই। তার জন্য আমরা থার্ড পার্টি কোন অ্যাপস প্লে স্টোর থেকে অ্যাপ লক বা মোবাইল ডিফল্ট থাকা অ্যাপ লক ব্যবহার করি।


       আমরা আজকের এই ভিডিওতে দেখিয়েছি কোন থার্ড পার্টি অ্যাপস বা অ্যাপ লক নয় আপনার মোবাইলেই আছে আরেকটি মোবাইল। কথাটি শুনতে অবাস্তব হলেও এটাই সত্যি ! আমরা এন্ড্রোয়েড মোবাইল ব্যবহার করি। আমরা মোবাইলের অনেক কিছু সেটিং বা  অনেক কিছু অপশান আমরা জানি না। আজকের আপনাদের দেখাবো SECOND SPACE   অপশনটি কি কাজে লাগে এবং কি কাজ করে।

        VIDEO LINK : https://youtu.be/FKdqFm2zCu0



       আপনি এই SECOND SPACE এই অপশনটি ব্যবহার করে আরেকটি একই ধরনের মোবাইল ব্যবহার করতে পারেন । আপনার একটাই হ্যান্ডসেটে যা কিনা অন্যের অগোচরে সব সময় থাকবে। হঠাৎ করে কেউ ফোন চাইলে তাকে খুব সহজেই দ্বিধাগ্রস্থ না থেকেও আপনি দিতে পারবেন। কারণ আপনার এক ফোন জেনারেল থাকবে যা কিছু অন্যের জন্য ওপেন থাকবে।


যে কেউ ব্যবহার করতে পারে, যে কেউ দেখতে পারে। তাতে কোন অসুবিধা নেই। কারন ফোনে আরেকটি সাইট থাকবে আপনার নিতান্ত গোপন একান্ত প্রয়োজনীয় জিনিসপত্র। সেখানে সম্পূর্ণ ভাবে আপনার ক্যামেরা আলাদা ,ক্যামেরা ক্যাপচার করা PHOTO ,বা VIDEO  আপনার আরেকটি সাইটে  থাকবে না। আপনাকে মেসেজ পাঠালে সেখান মেসেজ আলাদা জায়গায় বা গোপন থাকবে , আপনি সেখানে আলাদা GMAIL  দিয়ে একাউন্ট করতে পারেন। আপনি সেখানে আলাদা  ফেসবুক প্রোফাইল খুলতে পারেন। আপনি সেখানে আপনার গোপন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারেন বা হোয়াটসঅ্যাপে এখান থেকে  চালাতে পারেন। আপনার যদি কোন গোপনীয়তা থাকে  আপনি সম্পূর্ণভাবে আলাদাভাবে আরেকটি পেস ব্যবহার করতে পারবেন। আপনার আপনারই মোবাইল থেকে সবকিছু সম্ভব।

No comments:

Post a Comment