Wednesday, September 4, 2019

আপনার ফেসবুক একাউন্টকে কিভাবে সেভ ও সিকিউর করবেন

    মোবাইল ব্যবহার -
        আজকের দিনে আমরা সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যাবহার করি। আর এন্ড্রয়েড মোবাইল মানে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এর সঙ্গে আমরা যুক্ত হয়ে পড়ি। যেমন WHATSAPP , ইনস্টাগ্রাম ,YOUTUBE , FACEBOOK ইত্যাদি।


         ফেসবুক একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল নেটওয়ার্ক সাইট। এই মুহূর্তে সব থেকে বেশি সংখ্যক মানুষ সারা বিশ্বব্যাপী এই ফেসবুক কে ইউজ করে। এবং নিজেদেরকে এখান থেকেই এন্টারটেনমেন্টের অংশীদারি করে এবং এখান থেকেই এন্টারটেনমেন্ট উপভোগ করে থাকেন।

video link : https://youtu.be/c-TkYJ5XfHA



         আজ আপনাদের সেই ফেসবুকের সিকুরিটি অর্থাৎ আপনার ফেসবুক আইডি অন্য কেউ হ্যাক করে বা কেউ আপনার জানা পাসওয়ার্ড  দিয়ে লগইন করে ,আপনার ফেসবুকে আপত্তিকর কিছু পোস্ট করে।এভাবে  আপনার রেপুটেশন যে কেউ  খারাপ করে দিতে পারে। তাই আপনার প্রোফাইলের সেটিংস পাসওয়ার্ড এবং সিকিউরিটি অন্তত  পক্ষে জরুরি।  যদি এমনটা আপনার মনে হয়ে থাকে আপনি আপনার ফেসবুক একাউন্ট সেভ এবং সিকিউর করতে চান ! তাহলে আমাদের এই লিংক দেওয়া হয়েছে ভিডিওটি আপনি দেখতে পারেন এই ভিডিওটি আপনার জন্য।                                                                                                                                                                                                                                                                                                                    ধন্যবাদ

No comments:

Post a Comment